অত্র মাদরাসাটি বংশাই নদীর তীরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থিত। প্রতিষ্ঠানটি সর্ব প্রথম একটি মক্তব হিসেবে চালু করা হয় পরবর্তীতে এটি প্রথমে ইবতেদায়ী এবং পরে দাখিল মাদরাসায় রুপান্তর করা হয়। এরপর গর্ভনিং বডি, শিক্ষক মন্ডলী ও এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে এটি একটি ফাযিল মাদরাসায় উন্নীত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।