• Modhupur Adarsha Islamia Fazil Madrasah - Slide
  • Modhupur Adarsha Islamia Fazil Madrasah - Slide
  • Modhupur Adarsha Islamia Fazil Madrasah - Slide
  • Modhupur Adarsha Islamia Fazil Madrasah - Slide
  • Modhupur Adarsha Islamia Fazil Madrasah - Slide
  • Modhupur Adarsha Islamia Fazil Madrasah - Slide
  • Modhupur Adarsha Islamia Fazil Madrasah - Slide
মেনু নির্বাচন করুন

মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল মাদরাসা ভবিষ্যৎ পরিকল্পনা


ভবিষ্যৎ পরিকল্পনা

মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল মাদরাসাটি ০১ জানুয়ারি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত সমগ্র মধুপুর উপজেলায় ইবতেদায়ী পর্যায়ে ১ম-৫ম দাখিল পর্যায়ে ৬ষ্ঠ-১০ম , আলিম পর্যায়ে আলিম ১ম-২য় বর্ষ এবং ফাজিল (স্নাতক) পাস পর্যায়ে ফাজি ১ম- ৩য় বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে আসছে। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শাখা খোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদরাসাটিতে দাখিল,আলিম এবং ফাজিল পাবিলক পরীক্ষা কেন্দ্র চালু আছে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ তাই আগামীতে শিক্ষার্থীরা যেন তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির কল্যাণে নিয়োজিত হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সহায়ক হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে অত্র মাদরাসার অধ্যক্ষ মহোদয়ের আপ্রাণ চেষ্টা সহ সকল শিক্ষক-কর্মচারীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি একটি যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপান্তিরত হউক এই প্রত্যাশায় নিম্নে পদক্ষেপ সমূহ :

১। মাদরাসাটির নিজস্ব নামে একটি ডায়নামিক ওয়েব সাইট চালু করা হয়েছে। ওয়েব
সাইটির ঠিকনা হলো www.maifm.edu.bd
২। মাদরাসাটিতে ২০২২ সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আইসিটি  ল্যাব স্থাপিত হয়। ল্যাবটির মাধ্যমে মাদরাসার শিক্ষার্থী, কর্মচারী ও শিক্ষকগণ যেন যথাযথভাবে কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারে তার ব্যবস্থা গ্রহণ।
৩। এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালনা করা।
৪। শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা কলেজের সকল তথ্য-উপাত্ত, যাবতীয় নোটিশ কলেজ ওয়েব সাইট-এর মাধ্যমে জানতে পারে তার ব্যবস্থা করা।
৫। অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত সংক্ষিপ্ত তথ্য ওয়েব সাইট থেকে শিক্ষার্থীরা সহজেই জানতে পারবে ।
৬। ক্লাস রুটিন ওয়েব সাইট-এ আপলোড করা থাকবে, যাতে শিক্ষক-শিক্ষার্থী সবাই যে কোন সময় ওয়েব সাইট- প্রবেশ করে ক্লাসের তথ্য জানতে পারে।
৭। শিক্ষার্থীদের শতভাগ ক্লাসে উপস্থিত নিশ্চিত করা।
৮। ক্লাস শতভাগ রুটিন অনুযায়ী বাস্তবায়ন করা।
৯। শিক্ষার মান উন্নয়নে নিয়মিত সাপ্তাহিক টিউটরিয়াল পরীক্ষা গ্রহন।
১০। মাদরাসাটিকে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করাই হলো ভবিষ্যৎ পরিকল্পনা।